শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক সংগঠকদের বার্ষিক শিক্ষা সফর ‘২২ গতকাল কাপ্তাই ‘নেভী পিকনিক’ স্পটে অনুষ্ঠিত হয়।
সফরে দৃষ্টি নন্দন আঁকাবাঁকা পাহাড়ি দৃশ্য ও নান্দনিক দীর্ঘ লেক পরিদর্শনের পাশাপাশি এতে আয়োজন করাহয় এক প্রশিক্ষণ সভার। সভায় পবিত্র কোরআনের সুরা আচর থেকে দরস পেশকরেন প্রোগ্রামের বিশেষ অতিথি উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশ’র অফিস সেক্রেটারি সাংবাদিক মাওলানা সাইফুল্লাহ মুসলিম।

উপজেলা সভাপতি এস এম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আলমগীর হোসাইন ।