পিতা মাতার কষ্টদাতা


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২১

সর্বাবস্থায় (অমুসলিম হলেও) পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা ও শরীয়তের মধ্যে থেকে তাদের আনুগত্য করা এবং সাধ্য মতো তাদের সেবা যত্ন করা আমাদের অবশ্য কর্তব্য। এটা আল্লাহ তা’আলার নির্দেশ ও প্রিয় নবী ﷺ সহ সকল নবী রাসুলের সুন্নাহ। এটা দুনিয়ার শান্তি, সাফল্য, কল্যাণ ও বরকতের কারণ। এটা আল্লাহ তা’আলার সন্তুষ্টি, আসানির সাথে মৃত্যু, আখিরাতে মুক্তি ও জান্নাত লাভের মাধ্যম।
পক্ষান্তরে, পিতা মাতার অবাধ্য হওয়া কিংবা তাদের অধিকার না দেয়া অথবা তাদের কষ্ট দেয়া সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহের অন্যতম। রসূলুল্লাহ ﷺ একে সবচেয়ে বড় তিনটি কবিরা গুনাহের দ্বিতীয় হিসেবে উল্লেখ করেছেন। এটা আল্লাহ তা’আলার অসন্তোষ, ঈমান হীন মৃত্যু, আখিরাতে জাহান্নামে নিক্ষেপের কারণ। এটা দুনিয়ার অশান্তি, ব্যার্থতা, ও অকল্যাণ বয়ে আনার চাবিকাঠি।
তাই আমাদেরকে পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। তাদের অনুগত থাকতে হবে এবং তাদের কষ্ট দেয়া যাবে না। সাধ্যমত তাদের সেবা যত্ন করতে হবে। অন্যথায় আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি যাদের ধ্বংসের জন্য জিবরাঈল আলাইহিস সালাম দোয়া করেছেন আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কবুল করুন বলেছেন।
সন্তান ও পিতা মাতার মধ্যে নিম্নোক্ত কাজ বা অবস্থা দেখা গেলে বুঝতে হবে সে ব্যাক্তি পিতা মাতাকে কষ্ট দান কারি।
১. যখন সন্তানের ভয়ে পিতা মাতা নিম্ন স্বরে কথা বলে তখন সে নিঃসন্দেহে তাদেরকে কষ্ট দান কারি।
২. যখন সন্তান পিতা মাতাকে কোন কথা কাজের মাধ্যমে আঘাত দেয় এবং এমতাবস্থায় সম্পূর্ণ একদিন গত হয়ে যায় যে সে মাফ চায়নি তবে সে কষ্ট দান কারি।
৩. যখন সন্তানের পিতা মাতা প্রয়োজনীয় কোন কিছু সংগ্রহ করতে অক্ষম আর সে সামর্থ্য থাকা সত্ত্বেও সেটা পূরণ করে দেয়নি তবে সে কষ্ট দান কারি।
৪. যখন সন্তানের পিতা মাতা অভুক্ত থাকে বা ভালো খেতে পায়না আর সে তার স্ত্রী নিয়ে ভালো খাবার খায় তবে সে কষ্ট দান কারি।
৫. যখন সন্তানের পিতা মাতা জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে আর সে ও তার স্ত্রী নতুন পোশাক পরিধান করে তবে সে কষ্ট
দান কারি।
৬. যখন সন্তান স্ত্রী পুত্র নিয়ে ভালো বাসায় থাকে আর পিতা মাতাকে ভাঙ্গা চোড়া বাড়িতে কিংবা বৃদ্ধাশ্রমে রাখে তবে সে কষ্ট দান কারি।
৭. যখন সন্তান সবার সাথে সুন্দর করে কথা বলে আর পিতা মাতার সাথে রূঢ় আচরণ করে শক্ত কথা বলে তবে সে কষ্ট দান কারি।
৮. যখন সন্তান বেশিরভাগ ক্ষেত্রে পিতা মাতার উপর স্বামী/স্ত্রী কে প্রাধান্য দেয় তবে সে কষ্ট দান কারি।
৯. পিতা মাতার বৃদ্ধ বয়সে শিশুর মতো আচরণ করলে সেটাকে সুন্দর ভাবে হ্যান্ডেল না করে অসদাচরণ করলে নিঃসন্দেহে সে কষ্ট দান কারি।
মহান আল্লাহ আমাদের পিতা মাতার সন্তোষ অর্জনের তাওফিক দান করুন। তাদেরকে কষ্ট দিয়ে ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আত্মরক্ষা করার সুযোগ দিন। তাদের হায়াতে ত্বয়্যিবাহ দান করুন। মৃতদের কবরের আযাব মাফ করে জান্নাতের নিয়ামত দান করুন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

২০ বছর পরেও বারী ভাই ভাইরাল!

  • ২৩ মে, ২০২৫
  • বাংলা চ্যানেল ডেস্ক

মুফতি আব্দুস সালাম চাটগাঁমীর অজানা তথ্য

  • ১০ সেপ্টেম্বর, ২০২১
  • বাংলা চ্যানেল

দেশের জন্য প্রবাসীর টান

  • ১৩ আগস্ট, ২০২১
  • বাংলা চ্যানেল

পাত্র পাত্রীর খবর!

  • ১৩ আগস্ট, ২০২১
  • বাংলা চ্যানেল

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত