সাবেক সাংসদ ও অভিনেত্রী কবরী আর নেই


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২১

সাবেক-সাংসদ-ও-অভিনেত্রী-কবরী-আর-নেই

চলচিত্রের অন্যতম সেরা অভিনেত্রী ও বাংলা সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত সারাহ বেগম কবরী (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি শুক্রবার রাত ১২ টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে কোভিড ১৯ আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

১৯৬৪ সালে সুভাস দত্তের “সুতরাং” দিয়ে চলচিত্রে অভিষেক হয় চট্টগ্রামের মেয়ে কবরীর। তিনি ১৯৬৫ সালে অভিনয় করেন ‘জলছবি’ ও বাহানায় । ১৯৬৮ সালে ‘সাত ভাই চম্পা’, ‘আবির্ভাব’, ‘বাঁশরি’, ‘যে আগুনে পুড়ি’, ১৯৭০ সালে ‘দ্বীপ নেভেনাই’, ‘দর্পচুর্ণ’, ‘ক খ গ ঙ’ বিনিময় ছবি গুলো।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে পাড়ি জমান এবং সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সভা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর পুনরায় তিনি অভিনয় জগতে ফিরে এসে শতাধিক ছবিতে অভিনয় করেন। ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ সেসবের অন্যতম। নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে অভিনীত ‘রংবাজ’ পায় বেশ জনপ্রিয়তা। কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সাংসদ সদস্যকে আজ শনিবার বাদে জোহর বনানী কবরস্থানে জানাজা শেষে দাফন করার কথা রয়েছে। কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

 

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও চলচিত্র জগতের অনেক তারকারা।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

আসছে ইমরান-পরশীর নতুন গান

  • ২৬ এপ্রিল, ২০২১
  • বাংলা চ্যানেল

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত