১৮ মাস বন্ধের পর ১৮ অক্টোবর খুলছে চবির আবাসিক হল


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২১

১৮ মাস বন্ধের পর ১৮ অক্টোবর খুলছে চবির আবাসিক হল

র্দীঘ ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী ১৮ অক্টোবর আবাসিক হলসমূহ খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কোভিড ১৯’র এ র্দীঘ বন্ধের শেষ দিকে ইতিমধ্যে কয়েক দফা সশরীরে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হলেও ক্লাস ও শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ বন্ধথাকায় গত সোমবার রাতে প্রভোস্ট কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জানাযায়, এক্ষেত্রে করোনা টিকার প্রথম ডোজ নিশ্চিত করতে হবে।  এছাড়া ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর কথাও জানিয়েছে প্রশাসন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও চবি ভর্তি পরীক্ষার কারণে পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম চললেও পুরোদমে সশরীরে ক্লাস চলবে ৫ নভেম্বরের পর।

এছাড়াও ১৬ অক্টোবর থেকে সীমিত সূচিতে চলবে শাটল ট্রেন। চতুর্থ বর্ষ ও মাস্টার্সের যেসব শিক্ষার্থীরা এনআইডি জটিলতা বা নিবন্ধন করেও টিকা পায়নি তাদের প্রতি হল প্রশাসন সহনশীল হবে জানান,আলাওল হলের প্রভোস্ট ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী ।

 

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত