সাজেকে ১৫০ ফুট গভীর খাদে মাইক্রোবাস


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২১

সাজেকে ১৫০ ফুট গভীর খাদে মাইক্রোবাস

রাঙামাটির সাজেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-০৪৪৫)  নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ১৫০ ফুট গভীর খাদে পড়ে ১২ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন।

২২সেপ্টেবর বিকেলে বাঘাইছড়ির সাজেক রুইলুই পাড়া  থেকে খাগড়াছড়ি ফেরার পথে হাউজপাড়ার ডাবু আদাম এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়।

জানা যায়, পর্যটকবাহি একটি মাইক্রোবাস ২২সেপ্টেম্বর  বিকেলে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে  দুর্ঘটনার কবলে পড়ার  সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন আহত পর্যটকদের মধ্যে । আহতরা  রাজশাহী শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাইসুল ইসলাম (২৮), মোছাম্মৎ খাদিজা বেগম (৩৫) ও মোছাম্মৎ দুলালী (৩২)। সাজেক থানার  পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত