চট্টগ্রামে জাহাজে গ্যাস ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন ও নিখোঁজ রয়েছেন একজন।
২২ সেপ্টেম্বর রাতে কর্ণফুলী নদীর দক্ষিণপাড় চরপাথরঘাটার ২নং ওয়ার্ডে একটি তেলের জাহাজে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,নিহত জুনায়েদ (৩২) জেলার বাঁশখালীর বাসিন্দা ও নিখোঁজ নজরুল ইসলাম সাদ্দাম (৩৫) চরলক্ষ্যা মাইজ্যাফকির বাড়ির হাজী আব্দুল হাশেমের ছেলে।
সূত্র জানায়, নদীতে একটি তেলের জাহাজের ইঞ্জিন রুমে কয়েকজন মিলে ওয়েল্ডিংয়ের কাজ করছিল। সিলিন্ডার থেকে রাবারের পাইপের মাধ্যমে নেয়া গ্যাসে চলছিল এ কাজ। এক পর্যায়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন থেকে বাঁচতে তারা নদীতে ঝাঁপ দিলে এই দূর্ঘটনা সংগঠিত হয়।
আহত শ্রমিকদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন,বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু জাহাজটি সম্ভবত সংশ্লিষ্ট কোম্পানি সরিয়ে ফেলেছে। তবুও জেটিতে খোঁজ নেয়া হচ্ছে। পাশাপাশি আহতদের ব্যাপারেও খোঁজ খবর নেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।