চট্টগ্রামের মানবিক লায়ন সদস্যরা সামর্থ্যের সবটুকু দিয়েই অভাবী এবং কষ্টে থাকা মানুষগুলোর মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছে। ভাগ্য বিড়ম্বিত মানুষগুলোর দুয়ারে লায়নিজমের সেবা পৌঁছে দেয়ার এসব কার্যক্রম যতদিন অব্যাহত থাকবে ততদিনই সুবিধাবঞ্ছিত মানুষগুলো উপকৃত হবে।
বলেছেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর গভর্নর লায়ন আল সাদাত দোভাষ।
তিনি ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় সিএলএফ-এর হালিমা রোকেয়া মিলনায়তনে ডিস্ট্রিক্ট গভর্নর’স ফাস্ট এডভাইজারি কমিটি মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডা. গোপাল ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন এমডি মহিউদ্দিন চৌধুরী, সাবেক গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিক, লায়ন ওসমান গনি, লায়ন জি কে লালা, লায়ন হাসান মাহমুদ চৌধুরী ও লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে জোন চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান ও লায়ন হাসান আকবর।
বক্তারা অনুষ্ঠানে লায়ন ক্লাব অব চিটাগাং, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইমপ্রেস, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি, লায়ন্স ক্লাব অব চিটাগাং কেমব্রিয়ান, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন, লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম ভ্যালি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লুমিং স্টারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।