বাংলাদেশকে এগিয়ে নিতেহলে সবাইকে নিয়ে এগুতে হবে : ড. শিরীণ আখতার


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশকে এগিয়ে নিতেহলে সবাইকে নিয়ে এগুতে হবে : ড. শিরীণ আখতার

বাংলাদেশকে এগিয়ে যেতে হলে ক্ষুদ্র মন নিয়ে নয় সবাইকে নিয়ে এগুতে হবে। যদি একটি জনগোষ্ঠী নিজের মাতৃভাষা চর্চা করতে না পারে তাহলে তারা এগিয়ে যেতে পারবে না। আমাদের দেশ মিশ্র সংস্কৃতির।এখানে প্রত্যেকটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে;বলেছেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।আজ জুমাবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে পিপলস ভয়েসর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক প্রাপ্ত মথুরা বিকাশ ত্রিপুরা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শিরীণ আখতার বলেন, অনেক ভাষাভাষি লোক আমরা পাশাপাশি আছি। এদেশের আপামর মানুষের মাতৃভাষা সংরক্ষিত হোক,হোক চর্চা  এটিই আমরা চাই।

পাহাড়ের জাতিগোষ্ঠীর ভাষাকে এগিয়ে নিতে অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। বাংলা ভাষাও অনেক সংগ্রাম করেছে। কোনো নৃগোষ্ঠী যখন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আসে তাদের ভাষা মূলধারায় ঠাঁই করে নেয়। শুরুতে না হলেও গবেষণার মাধ্যমে প্রায়োগিক ভাষা সৃষ্টি হয়। এই চেতনা লালন করতে হবে যে আমরা সবাই এক। সবার সম্মান রক্ষার্থে অন্যদেরও একতাবদ্ধ থাকতে হবে।

পিপল’স ভয়েস সভাপতি শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি মথুরা বিকাশ ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন পিপলস ভয়েস‘র সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুর রহমান এবং সংবর্ধিত অতিথির জীবনীপাঠ করেন কাজী মুশফিকুস সালেহীন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত