নির্বাচনী পরীক্ষা হচ্ছেনা > এইচএসসির ফরম পূরণ শুরু হয়েছে


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২১

এবারে প্রথমবারের মতো সফটওয়্যারের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু করেছে শিক্ষাবোর্ডগুলো। বৃহস্পতিবার (১২ আগস্ট) অনলাইনে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে যা চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। কোভিড ১৯’র কারণে এবারের নির্বাচনী পরীক্ষা হচ্ছেনা ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত ৩১ জুলাই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এতে উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীরা ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবে ৩০ আগস্ট পর্যন্ত।

আন্তঃশিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূররণর এ কার্যক্রম চলবে।  শিক্ষাবোর্ড কর্তৃক এসএমএম পাওয়া শিক্ষার্থীরা ৩০ আগস্ট পর্যন্ত ফরম পূরণের জন্য ফি পরিশোধ করতে পারবে।

বিজ্ঞান বিভাগে ১১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১০৭০ টাকা ফি ধার্য করা হয়েছে। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। বেশি অর্থ আদায়ের প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানাযায়।

১১ আগস্ট সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কোভিড ১৯’র কারণে এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। ফরম পূরণের কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে হবে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত