মমতার মুসলিম প্রীতি ও বিজেপির মুসলিম ভীতি।


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ০৩ মে, ২০২১

প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের

আমি সর্বশেষ কোলকাতা গমন করি ২০১৯ সালের জানুয়ারী মাসের শেষের দিকে। আমার এই সফর ছিল একাডেমিক। কোলকাতা আলীয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমার এই সফর। ১৭৮০/ ১৭৮১ সালে ব্রিটিশ গভর্ণর ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে প্রতিষ্ঠিত কোলকাতা আলীয়া মাদ্রাসাটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত উদ্যোগ ও রাজ্য সরকারের অর্থায়নে সুপরিসর অত্যাধুনিক ক্যাম্পাস নিয়ে কোলকাতা আলীয়া বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়।

এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দুই দিন ব্যাপী Women Rights in Islam শীর্ষক এক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়। এতে আমি Female Employment in Islamic Perspective শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করি। এ ছাড়াও একটি সেশনে আমাকে সভাপতির দায়িত্বও পালন করতে হয়েছিল। এই কনফারেন্সে কোলকাতা হতে নির্বাচিত সংসদ সদস্য, ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশগ্রহণ করেন। তাঁদের অনেকের সাথে আমার একান্তে কথা হয়।

এ ছাড়াও টেক্সিক্যাবের চালক, হোটেল মালিক, কর্মচারী, কোলকাতা আলীয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র এবং বিভিন্ন শ্রেণী ও পেশার সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে আমি বুঝতে পারলাম, মমতার সাদাসিধে জীবন, সততার রাজনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ়করণ, মুসলমানদের স্বার্থ সংরক্ষণ, জনগণের জীবন মান উন্নয়নে সহযোগিতা দান, আর এইসব ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নেতিবাচক দৃষ্টিভঙ্গী তাঁর জনপ্রিয়তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এক বিহারী আক্ষেপ করে বলেছিলেন, মমতাকে হটানোর জন্য কেন্দ্রীয় সরকার নেতিবাচক রাজনীতি শুরু করে দিয়েছে। এর ফলাফল সুখকর হবে না। আগামীতে মমতা পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতে পারলে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন হতে পারে এবং অধিকাংশ মুসলিম জনগোষ্ঠী তাদের নাগরিক অধিকার হতে বঞ্চিত হতে পারে।

মি. নরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতা কুক্ষিগত করার জন্য বিগত কয়েক বছর ধরে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। আভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি, স্হানীয় সরকারের প্রতি অসহযোগিতামূক আচরণ, মমতার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা, বিভিন্ন দলের নেতাদেরকে হাত করার কৌশল, নাগরিকত্ব আইন ইত্যাদি নানাবিধ ইস্যু মমতার প্রতি জনগণের আস্থা ও মমতা বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে। আর ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে তাঁর পক্ষে ঐক্যবদ্ধ করেছে। ফলে কেন্দ্রীয় সরকারের কোন প্রচেষ্টাই সফলতার মুখ দেখেনি। যার বাস্তব নজির আমরা সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে লক্ষ্য করলাম।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

বজায় থাকুক সাম্প্রদায়িক সম্প্রীতি

  • ১৪ অক্টোবর, ২০২১
  • বাংলা চ্যানেল

ছিনতাই সমাচার

  • ১২ অক্টোবর, ২০২১
  • বাংলা চ্যানেল

আলেমদের জানাজা যেন তাদের সফলতার সাক্ষ্য

  • ১১ সেপ্টেম্বর, ২০২১
  • বাংলা চ্যানেল

সেরা মাসের সেরা দশক

  • ০৩ মে, ২০২১
  • বাংলা চ্যানেল

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত