২শ’ এতিমের মাঝে উপহার প্রদান করেন মানবিক পুলিশ শওকত হোসেন ও তাঁর টীম


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ০২ মে, ২০২১

চট্টগ্রামে সম্প্রতি এতিমদের মাঝে ইফতার ফুড প্যাক বিতরণ ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন মানবিক পুলিশ শওকত হোসেন ও তাঁর টীম ।

ডোনারদের সৌজন্যে  চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি অসহায় ২০০ এতিম ছাত্রদের মাঝে ফুড প্যাক বিতরণ ও অর্থ সহায়তা প্রদান করা হয় ।

হাটহাজারীর বুড়িচ্চর জিয়াউল উলুম ফাজিল মাদ্রাসা ও এতিমখানায় ৬৫ জন এতিম ছাত্রদের মাঝে বিতরণ করা হয় ইফতার ফুড প্যাক । এছাড়াও ঈদের পোশাক ক্রয় বাবদ ১৩ জন ছাত্রকে প্রদান করা হয় নগদ ৫০০ টাকা করে  । মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত এতিম ছাত্রদের মাঝে এই উপহার প্রদানকালে, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা এস. এম ফরিদ উদ্দীন বলেন, মানবিক পুলিশ শওকত ভাই ও এক ঝাঁক যুবক আজ আমাদের মাঝে হাজির হয়েছে । নিঃসন্দেহে এটি একটি  মহৎ উদ্যোগ । এই কাজ মানুষকে অনুপ্রানীত করবে মহৎ কাজে এগিয়ে আসার জন্যে । এই কাজে যারা স্পন্সর করেছে তারাসহ উদ্যোগতাদের ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ ও সফলতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান তিঁনি । আমেরিকা প্রবাসী ইন্জিনিয়ার আমিন আহমেদ’র সৈজন্যে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে বলে মানবিক পুলিশ শওকত হোসেন  তাঁর পেইজবুকের একটি ভিডিও পোস্টে জানান।

এরপর পুলিশের এই মানবিক টীম হাজির হয় রাউজানের ছমিউদ্দীন শাহ্ এতিমখানা ও হেফজখানায়, সেখানে উপস্থিত ২৩ এতিম ছাত্রদের মাঝেও বিতরণ করা হয় ইফতার ফুড প্যাক । আমেরিকা প্রবাসী এক মহীয়সী ও ঢাকার জুঁই নামের আরেক মানব দরদী রমনীর সৌজন্যে প্রদান করা হয় এই ইফতার সামগ্রী । এ সময় হাফেজ মাওলানা মো: রাসেল উপস্থিত সবার সামনে রাসূল (সা.) এর একটি গুরুত্বপূর্ণ হাদীস স্বরণ করিয়ে দেন ,

রাসূল (স.)  বলেছেন, “আদ্দাল্লু আলাল খায়রে কাফায়িলিহি” অর্থাৎ: যে ব্যক্তি একটি ভালো কাজে উৎসাহিত  করল সেও ঐ ভালো কাজের সওয়াব পাবে ।

মানবিক পুলিশের এই টীম এর আগে সীতাকুন্ড বোয়ালিয়ারকূল ইসলামীয়া আদর্শ মাদ্রাসা  ও এতিমখানায় ছাত্রদের মাঝে বিতরণ করেন ইফতার ফুড প্যাক । আমেরিকার নিউইয়র্ক প্রবাসী ও ঢাকার অধিবাসী দুই নারী যথাক্রমে মৌসুমী ও হাসির প্রদত্ত ৫০ হাজার টাকা অনুদানে মাদ্রাসা সংলগ্ন মসজিদে ৬৫ জন এতিম ছাত্রদের মাঝে প্রদান করা হয় রমজানের এই উপহার । এছাড়াও আরেক আমেরিকা প্রবাসী ফারহান হাসান ইভানের সৌজন্যে ঈদ উপলক্ষে পাঞ্জাবী ক্রয়ের জন্য ৩৫ জন এতিম ছাত্রদের প্রতিজনকে ৫০০ টাকা করে তুলে দেন মানবিক পুলিশ শওকত হোসেন । এ সময় এতিমদের সহযোগীতা ও তাদের দেখা শুনার গুরুত্বের ব্যাপারে রাসুল (সা.) এর একটি হাদীসকে মনে করিয়ে দিয়ে কথা বলেন, মাদ্রাসা পরিচালক মাওলানা ইয়াছিন ।

এছাড়াও শওকত হোসেনের নেতৃত্বে মানবিক পুলিশের এই টীম অন্যান্য মানবিক কাজের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে রমজান উপলক্ষে সর্বমোট ২০০ এতিম ছাত্রের মাঝে ইফতার ফুড প্যাক বিতরণ করেন । ফুড প্যাকে ছিল খেজুর , জুস, আপেল , কমলা , মুড়িসহ বিভিন্ন ইফতার সামগ্রী। প্রতিটি প্যাকে ৭০০ টাকা করে ব্যয় হয়েছে বলে জানান মানবিক পুলিশের টীম লিডার । রমজনজুড়ে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি । বিভিন্ন প্রতিষ্ঠানে এতিমদের উপহার সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম সিএমপির মানবিক পুলিশ ইউনিট’র টীম লিডার, মানবিক পুলিশ হিসেবে  সুপরিচিত শওকত হোসেন বলেন, যারা দেশের বিভিন্ন স্থানে মানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত তারা যেন অন্তত ইসলামী লাইনে সহযোগীতার হাত প্রসারিত করেন; অসহায় এতিম ও দুঃস্থদের পাশে থাকেন । কারণ তাদেরতো কেউ নেই আল্লাহ ছাড়া । তিনি সবার মানবিকবোধ জাগ্রত হ’ক এ প্রত্যাশা কামনা  করেন ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত