বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট প্রেমিরা আইসিসির ওয়েবসাইটের ফটো গ্যালারিতে খেলার ছবি দিয়ে স্থান করে নিতে চায় । আন্তর্জাতীক আসরের ছবি কিন্তু নয় এগুলো । এসব হলো রাস্তার ক্রিকেট, পাড়া মহল্লা কিংবা বাড়ির আঙ্গিনায় শখের বসে ক্রিকেট খেলা ।
তেমনি সম্প্রতি বাংলাদেশের দু’টি ছবি আইসিসি তাদের পেজবুক পেজে পোস্ট করেছে । একটি কক্সবাজারের এক গলির ক্রিকেটের ছবি অন্যটি লক্ষীপুরের রামগন্জের বাড়ির আঙ্গিনায় শিশুদের খেলার ছবি । ইতোমধ্যে এবিষয়ে কক্সবাজার ও রামগন্জের ক্রিকেট প্রেমিদের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে ।
ছবি গুলোতে লাইক কমেন্ট ইমোজি ও শেয়ারের হিড়িক পড়ছে । জানাযায়, প্রাপ্ত ছবি গুলোর বাছাই প্রক্রিয়া শেষে নির্বাচিত ছবি গ্যালারি ও নিজদের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক আইসিসি ।