দাওরা হাদীসের মান প্রদান: প্রাসঙ্গিক কথা


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২১

প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের
২০১৩ সালের পর সরকার নানাবিধ হিসাব নিকাশ করে কাওমী মাদ্রাসার সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করে। এই ক্ষেত্রে সামনে নিয়ে আসা হয় দাওরা হাদীসকে মাস্টার্স এর মান প্রদানের বিষয়কে। যদিও এই বিষয়ে আলাপ আলোচনা অনেক আগে থেকেই চলে আসছিল কিন্তু বর্তমান সরকারের আন্তরিকতা কিংবা কৌশল অথবা আল্লামা শাহ আহমদ শফীর সাথে বিশেষ সম্পর্ক ইত্যাদি নানাবিধ কারণে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই নিয়ে হাটহাজারী মাদ্রাসায় কাওমী অঙ্গনের মুরুব্বিগণ, বিভিন্ন কাওমী মাদ্রাসা বোর্ডের দায়িত্বশীল আলিমগণ একাধিক সেশনে মিলিত হন। যেহেতু কাওমী মাদ্রাসার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক আছে এবং এই ঘরানার মুরুব্বিগণ আমাকে তাঁদেরই একজন মনে করেন তাই এই বিষয়ে আমার সাথে তাঁরা একাধিকবার কথা বলেন।
একবার হাটহাজারী মাদ্রাসায় এই গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনার জন্য এক সভা আহ্বান করা হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলিম আল্লামা সুলতান যাওক নদভী এই সভায় যোগদান করেন। হঠাৎ দেখি তাঁর টেলিফোন। আমি চিন্তা করলাম, নিশ্চয়ই কোন গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, খুব বেশী গুরুত্বপূর্ণ না হলে অন্যান্য খবরাখবর দেওয়ার জন্য মাওলানা জসিম উদ্দিন নদভী সাহেব (মরহুম) সাধারণত ফোন দিয়ে থাকেন। আল্লামা সুলতান যাওক নদভী বললেন, তিনি হাটহাজারী মাদ্রাসায় দাওরা হাদীসের মান প্রদান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আহূত সভায় যোগদান করেছেন। এই বিষয়ে আমাকে আমার সুচিন্তিত মতামত প্রদান করতে হবে। প্রায় পঞ্চাশ মিনিটের দীর্ঘ আলোচনায় আমি তাঁকে আইনের বিভিন্ন দিক নিয়ে যেইসব সমস্যা হতে পারে তা বলতে চেষ্টা করি এবং তা উত্তরণের উপায় বলার পাশাপাশি আরো কিছু বিষয়ে আমার সুচিন্তিত মতামত তুলে ধরি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
এক. সরকারের সাথে যেহেতু একটা সুসম্পর্ক গড়ে উঠেছে তাই কাওমী মাদ্রাসার জন্য স্বতন্ত্র এক বা একাধিক বোর্ডের অনুমোদন গ্রহণ। এই বোর্ডের তত্ত্বাবধানে এসএসসি/ দাখিল এবং এইচএসসি/ আলিম সমমানের পরীক্ষা গ্রহণ করা হবে। আর সরকার এই পরীক্ষাকে উক্ত পরীক্ষাগুলোর সমমান প্রদান করবে।
দুই. একটি এফিলিয়েটেড ক্ষমতাসম্পন্ন কাওমী মাদ্রাসার অনুমোদন গ্রহণ। এই মাদ্রাসার তত্ত্বাবধানে ব্যাচেলর/ ফাযিল এবং মাস্টার্স/ কামিল সমমানের ডিগ্রী প্রদান করা হবে। আর এই ক্ষেত্রে একাডেমিক, আইনগত কিংবা অন্য কোন সহযোগিতার প্রয়োজন হলে আমি তা করবো। কারণ, এফিলিয়েটেড ক্ষমতাসম্পন্ন বিশ্ববিদ্যালয় ছাড়া ব্যাচেলর কিংবা মাস্টার্সের মান প্রদানের ক্ষমতা অন্য কোন প্রতিষ্ঠানের নাই। তাই এর বাইরে গিয়ে যেই ফর্মুলাতেই মান নেওয়া হোক না কেন, বাস্তবে এই মান কোন অর্থ বহন করবে বলে আমি মনে করি না। আমার কথাগুলো আল্লামা সুলতান যাওক নদভী মনোযোগ সহকারে শুনেন এবং উপস্থিত সকলের নিকট তা উপস্থাপন করেন। কিন্তু তাঁরা এই পথে অগ্রসর না হয়ে সহজ পন্থায় মাস্টার্স এর মান অর্জনের চেষ্টা করেন এবং তাতে সফল হন। কিন্তু বাস্তবে এই মান কী ইতিবাচক ফলাফল বয়ে এনেছে তা সংশ্লিষ্ট মহল ভালো বলতে পারবেন ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত