প্রথমবারেই নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জান্নাতুল মাওয়া রুমা । তিনি এটর্নি এ্যাট ল হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। রুমা চট্টগ্রাম বারের সদস্য ছিলেন।
ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি থেকে জেডি ডিগ্রী অর্জনকারী রুমা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টসহ ৩৬ টি স্টেটেই পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন এখন ।
উল্লেখ্য ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে এডভোকেটশীপ পাওয়ার পর তিনি চট্টগ্রাম জেলা বারে আইনজীবি হিসেবে প্র্যাকটিস করেছিলেন।
কক্সবাজারস্থ চকরিয়া উপজেলার মরহুম হাজী মন্জুর আলম সওদাগর ও আনোয়ারা বেগমে’র সন্তান তিনি। একমাত্র কন্যা, স্বামী এবং শাশুড়ীর সাথেই তিনি নিউইয়র্কে থাকেন বর্তমানে।