বাঁশখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ শ্রমিক সংঘর্ষের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ কোটি করে এবং আহতদের সকলকে ২ কোটি টাকা করে ক্ষতি পূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন দাখিল করা হয়েছে।
এছাড়াও রিটে শ্রমিকদেরকে মামলা হতে অব্যাহতি ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ (২২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি করা হয় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষথেকে। রিটে শ্রমিক নিহতদের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনার আর্জিও জানানো হয়। আসক পক্ষের আইনজীবি এড. সৈয়দা নাসরিন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সচিব, শিল্প মন্ত্রণালয় সচিব, বাণিজ্য মন্ত্রণালয় সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ ১৬ জনকে বিবাদী করা হয়েছে।
ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারী মামলাসহ আইনানুগ ব্যবস্থা নিতে এবং হতাহত পরিবারের নিরাপত্তা নিশ্চিতের কথাও উল্লেখ করা হয়েছে উক্ত রিটে।
উল্লেখ্য গত ১৭ এপ্রিল চট্টগ্রামস্থ বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎ শ্রমিকের সাথে পুলিশের সংঘর্ষে সর্বমোট ৭ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়।