প্রফেসর ড. হাসমত আলী
সালাম ইসলামী পদ্ধতিতে অভিবাদনের উত্তম উপায়।
সালাম অর্থ শান্তি। সালামের মাধ্যমে অন্যের জন্য শান্তি কামনা করা হয়। তাই
– কারো সাথে দেখা হলে- সালাম দিন।
– পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দিন।
– সুন্দর উচ্চারণে সালাম দিন বা তার জবাব দিন, তাড়াহুড়ো করবেননা।
– ছোট বড়কে, বড় ছোটকে সালাম দিন। সালামে কোন বড় ছোট নেই। যে কেউই শুরু করতে পারে। এতে লজ্জা করা উচিত নয়। যে আগে সালাম দেয় সে বেশি লাভবান।
– ঘরে/ ক্লাশে/অফিসে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করুন।
– কারো বাড়িতে গেলে অনুমতি নিয়ে ও সালাম দিয়ে প্রবেশ করুন।
– সালাম দিয়ে অন্যের কল্যাণ কামনা করা হয়, উত্তর দিয়ে সালাম দাতার কল্যাণ চাওয়া হয়। তাই নেককার মানুষকে সালাম দিতে পারলে বেশি লাভ যখন তিনি সালামের জবাব দেন যা আল্লাহ কবুল করবেনই।
– সালাম যেন অফিসের বস কর্তৃক জুনিয়রকে ডাকছে- এমন ইংগিত দেয়ার কাজে ব্যবহার না হয়। কিংবা হুমকি দেয়ার উদ্দেশ্যে ব্যবহৃত না হয়।
সালাম দিন- ইগো তাড়ান, অহংকার দূর করুন, বিনয়ী হোন।
সালাম দিন- নেকি হাসিল করুন।
আল্লাহ কবুল করুন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।