বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাতামুহুরি সাংগঠনিক উপজেলার উদ্যোগে ১৪ নভেম্বর (জুমাবার)
ইউনিয়ন দায়িত্বশীলদের দিনব্যাপী এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি শামশুল আলম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মুসলিম আজাদ। শাখা সভাপতি মাস্টার আবদুস সালামের সভাপতিত্বে বটতলী স্টেশনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সেক্রেটারি মাওলানা ওমর আজম,সহ-সেক্রেটারি কুতুব উদ্দিন ও শ্রমিকনেতা মাওলানা ইকরামুল হক প্রমুখ। প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় অর্ধশত দায়িত্বশীল অংশ গ্রহণ করে।