বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের অপারেশন শুরু হয়েছে। তার হার্টের ব্লক চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে।
জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম জানান, শনিবার পৌনে ৭টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে সাড়ে ৮ টার দিকে তার অপারেশন শুরু হয়। চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। হাসপাতালে পরিবারের সদস্যরা ছাড়াও জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।