শ্রমিকরা আজ অধিকার বঞ্চিত। স্বাধীনতার ৫৪ বছর পরেও শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করতে হচ্ছে। অথচ দেশের উন্নতি ও অগ্রগতিতে যাদের অবদান সবচেয়ে বেশি তারাই আজ বড় অবহেলিত। তাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোন বিকল্প নেই। বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর মওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি মঙ্গলবার (৩ জুন) কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কার্যনির্বাহি কমিটির বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ মুহসীনের সঞ্চালনায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি আরো বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করার প্রয়োজন হবেনা। তাদের পাওনা ঘরে পৌঁছে যাবে। জামায়াত মনোনীত উখিয়া -টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মওলানা আনোয়ারী আরো বলেন,ইসলাম এ দেশের রাষ্ট্র ক্ষমতায় গেলে মালিক শ্রমিকদের মধ্যে কোন প্রকারের ভেদাবেদ ও বৈষম্য থাকবেনা। রাষ্ট্রই তাদের সকল অধিকার নিশ্চিত করবে। প্রায় ৭০ শতাংশ শ্রমিক অধ্যুষিত এদেশে শ্রমিকদেরকে বাদ দিয়ে কোন দলই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনা। তাই শ্রমিকদের পাশে দাঁড়াতে এবং তাদের সহযোগী হয়ে কাজ করার জন্য শ্রমিক নেতাদের প্রতি আহবান জানান তিনি। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সহ-সভাপতি সাইদুল আলম ও আমিনুল ইসলাম হাসান, জেলা সহ-সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ শাহজাহান ও শাহজাহান,জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, রামু উপজেলা সভাপতি মোক্তার আহমদ, শ্রমিক নেতা মুহাম্মদ শাহজাহান ও কবির আহমদ প্রমূখ।