জুহুরের নামাজ আদায়ের মাধ্যমে পেকুয়া উপজেলা মডেল মসজিদের কার্যক্রম শুরু হয়েছে । মসজিদের নিয়োগপ্রাপ্ত নতুন ইমাম মাওলানা সাইফুল্লাহর ইমামতিত্বে দীর্ঘ প্রতীক্ষিত মুসল্লিগণ প্রশান্ত মনে সালাতুল জুহুর আদায় করেন।
১ জুন (রবিবার) নামাজ আদায়ের মধ্যমে মূলত যাত্রা শুরু করলো দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ইসলামী ফাউন্ডেশন পেকুয়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার মাওলানা নুরুল হক সিকদারের সঞ্চালনায় নামাজ পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ এইচ এম বদিউল আলম। উপস্থিত ছিলেন রিয়েল এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মুসলিম আজাদ, ইসলামীক ফাউন্ডেশন পেকুয়া উপজেলার সহকারী ফিল্ড সুপারভাইজার মাওলানা জামাল হোসাইন, ইউপি সদস্য মুহাম্মদ ইউনুস,যুবনেতা ইমাম উদ্দীন,মাওলানা আতিকুর রহমান, সাইফুল ইসলাম, মডেল মসজিদ নির্মাণ প্রকৌশলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র মসজিদের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও আগত সম্মানিত মুসল্লিবৃন্দ।মোনাজাত শেষে আগত মুসল্লিদের পক্ষ থেকে সম্মানিত ইমাম,মোয়াজ্জিন ও খাদেম দ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সকলকে মিষ্টি মূখ করানো হয়।উল্লেখ্য ১৭ ফেব্রুয়ারী (সোমবার) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত উক্ত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন, অন্তর্বতী সরকারের ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।