ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শুকলাল হাট এলাকায় ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দল নোয়া গাড়ির গ্লাস ভেঙে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল, টাকা পয়সা ও মানিব্যাগ নিয়ে পালিয়েছে বলে জানা গেছে। ২৯ মে (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট এস.কে এম জুটমিল এলাকায় ঘটনাটি ঘটে। ডাকাতের কবলে পড়াদের মধ্যে উন্নয়ন সংগঠন ডিডিআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ এবং ফিল্ড ট্রেইনার নুরুননাহার,ইউনিসেফ বাংলাদেশ থেকে প্রশিক্ষণ শেষে নোয়া মাইক্রোবাস যোগে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছিলেন বলে জানা যায় ।
গাড়ি চালক মোঃ একরাম হোসেন বলেন, আমি ঢাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। ছিলনা কোন সড়কবাতি। এক পর্যায়ে আমরা শুকলাল হাট এস কে এম জুট মিল এলাকায় গিয়ে জ্যামে পড়ি। এই সময় ওই এলাকার একটি গলির ভেতর থেকে ৭ থেকে ৮ জনের অস্ত্রধারী ডাকাত দল বের হয়ে আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলে। তারপর প্রথমে আমার মোবাইল ও যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ নগদ টাকা, একটি স্বর্ণের রিং, এক নারী থেকে স্বর্ণালংকার নিয়ে চলে যায়। ডাকাতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি মুখোশ পড়া ছিল।