পারিবারিক অশান্তির জেরে চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের লোহাগাড়া এলাকায় চলন্ত ট্রেনে লাফ দিয়ে বাদশা মিঞা (৫৫) নামের এক প্রবাসী আত্নহত্যা করেছে।
১৯ মে (সোমবার) দুপুর ২ টার দিকে উপজেলার আধুনগর স্টেশনের পাশে রশিদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজিদার পাড়া এলাকার মৃত রজিউল্লাহর পুত্র বলে জানা গেছে। লোহাগাড়া রেলওয়ে স্টেশন মাস্টার দিদার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি প্রবাস থেকে ফিরেছেন। কিছুদিন যাবৎ পরিবারে অশান্তি চলছিল। এই অশান্তি থেকেই মূলত এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,বাদশা মিঞা হঠাৎ দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে লাফ দেয়। সাথে সাথে শরীর কেটে দুই টুকরো হয়ে একটি অংশ ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এ বিষয়ে লোহাগাড়া স্টেশন মাষ্টার দিদার হোসেন জানান, লোকটি ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি কক্সবাজার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করেছেন; এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায়।