চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের পঞ্চম সমাবর্তন কাল


hudhudbd.com
চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মে, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

একক বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের সবচেয়ে বড় সমাবর্তন হতে যাচ্ছে কালকে । এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। একই সাথে তাকে প্রদান করা হবে ডি.লিট ডিগ্রি। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ ডিগ্রি প্রদান করা হবে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই ড. ইউনূসের প্রথম চট্টগ্রাম সফর। এ সফর এবং সমাবর্তনকে  ঘিরে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেজেছে নতুন রূপে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ চলছে বিগত এক মাস ধরে।

অনুষ্ঠানে প্রায় ২৩ হাজার সমাবর্তী থাকবে। কালকের সমাবর্তনে, শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিসহ প্রায় ২৫ হাজার লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।  এছাড়া  সমাবর্তীসহ প্রায় এক লাখ লোকের  সমাগম হতে পারে চবি ক্যাম্পাসে। ১২ মে (সোমবার) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের সামগ্রীক বিষয়ে অবগত করেন সাংবাদিকদের।

 

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত