- পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজারের পেকুয়ায়
আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য মুহাম্মদ ইউনুসকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
১৯ এপ্রিল (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলহাচুরা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জানাযায়, মুহাম্মদ ইউনুস ঐ এলাকার বসির আহমদের পুত্র। পেকুয়া থানার এসআই পল্লব ঘোষ ও এসআই সুনয়নের নেতৃত্বে পুলিশের বিশেষ টীম পেকুয়া সদরের ৩নং ওয়ার্ডের বিলহাচুরা এলাকায় অভিযান চালিয়ে ইউনুস নামের আন্তঃজেলা ডাকাত দলের এই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানাযায়,তার বিরুদ্ধে পেকুয়া থানাসহ জেলার বিভিন্ন থানায় খুন,ডাকাতি, অস্ত্রসহ ৭ টি মামলা রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, চিহ্নি সন্ত্রাসী ও আসামীদের গ্রেফতারে পুলিশর বিশেষ অভিযান অব্যাহত থাকবে।