কক্সবাজারস্থ পেকুয়া উপজেলায় কর্মরত নবীন সাংবাদিকদের দুই মাস ব্যাপী পেশাগত প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন হলো আজ। ১৮ এপ্রিল (জুমাবার) পেকুয়া মডেল মিডিয়া ফোরাম আয়োজিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা ইমতিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার নায়েবে আমীর ডা.জেট এম শাহাব উদ্দীন।
পেকুয়া মডেল মিডিয়া ফোরামের সফাপতি সাংবাদিক নুর মুহাম্মদের সভাপতিত্বে ও সহ সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শুরু হওয়া প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করেন-২মাস ব্যাপী অনুষ্ঠিতব্য সাংবাদিকতা প্রশিক্ষন কোর্সের প্রশিক্ষক প্রাক্তন ছাত্রনেতা সাংবাদিক মুসলিম আজাদ। তিনি গণমাধ্যমের গুরুত্ব ও ভূমিকা, সাংবাদ কর্মীর মর্যাদা এবং দায়িত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন। প্রশিক্ষণার্থীদেরকে যথাযথ নিয়মনীতির আলোকে গুরুত্বের সাথে প্রশিক্ষণ গ্রহণ করার আহবান জানান তিনি।