পেকুয়াস্থ টইটং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নেক্সাস ‘২১ ব্যাচের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ২১ ফেব্রুয়ারী (জুমাবার) টইটং উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি আবু মিনহাজ। সেক্রেটারি নুরুল কবিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বক্তব্য রাখেন টইটং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, পূর্ব টইটং বনকানন এশায়াতুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাও. আদম জাহান ও টইটং উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ। অথিতিরা বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে ক্রেষ্ট এবং শিক্ষা উপকরণ তুলে দেন।