চুরি হয়ে যাওয়া ৭টি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬জনকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতরা হলো- আব্দুল গফুর (৪৮)মোক্তার হোসেন (৩৭) নজরুল ইসলাম(৩৫),রাসেল(৩৪), আব্দুর রশিদ (৩১)ও আওলাদ হোসেন (২৫) ।
২৩ সেপ্টেম্বর নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়,২৩ সেপ্টেম্বর রাতে শাহ আমানত সেতুর বাকলিয়া চেকপোস্টে অটোরিকশাগুলোকে থামানোর সংকেত দেওয়া হয় । এতে তারা পালানোর চেষ্টা কালে তাদের ধাওয়া করে আটক করা হয়।
আটককৃতরা নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে যাওয়া অটোরিকশাগুলো নম্বরপ্লেট বদল করে কেনাবেচা করে থাকে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।