৪০ হাজার শিক্ষার্থীকে ইফতার করিয়েছে চবি ছাত্রশিবির


hudhudbd.com
চবি প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫

রমজানের প্রথম ২দশকে  প্রায় ৪০ শিক্ষার্থীকে ইফতার করিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
চবি ছাত্রশিবিরের দাওয়াহ সংগঠন ‘মিনার’র ব্যানারে এ আয়োজন করে সংগঠনটি। ছাত্রদের জন্য চবির কেন্দ্রীয় মসজিদ ও ছাত্রীদের জন্য ছাত্রী হলগুলোতে টানা ২০ এ কার্যক্রম চলে। প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থী এতে অংশ নেন। শিবিরের দায়িত্বশীল সূত্রে জানা যায়,এই গণইফতার কর্মসূচিতে প্রায় ২০ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। প্রতিদিন প্রায়১৫০০-১৮০০ ছাত্র এবং ৫০০-৬০০ জন ছাত্রী এতে অংশ নেয়। ইফতার ব্যবস্থাপনায় প্রায় ১২০-১৫০ স্বেচ্ছাসেবক কাজ করেছেন বলেও জানান তারা।

শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল  নুরুল ইসলাম, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক স্কলার ড. মুসা বিন সালমান খিবরানী, জামায়াতের চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরীসহ চবির বিভিন্ন বিভাগের শিক্ষকরা অতিথি হিসেবে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চবি শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, আমাদের প্রায় ২০ লাখ টাকার মতো খরচ হয়েছে। শুভাকাঙ্ক্ষী ও সাবেক দায়িত্বশীলদের সহযোগিতায় আমরা প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করি। পরে আমাদের আয়োজন দেখে অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। গণইফতার কর্মসূচিতে কয়েকটি উপকমিটি কাজ করেছে বলেও জানান শিবিরের এই নেতা।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, মাহে রমজান উপলক্ষে আমাদের ২০ দিনব্যাপী দারসুল কুরআন ও গণইফতার সফলভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
তিনি আরও বলেন, প্রতিদিন দারসুল কুরআনের মাধ্যমে আমরা কুরআনের গভীর শিক্ষা ও তাৎপর্য, শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চেয়েছি, যাতে তারা নিজেদের জীবনকে কুরআনের আলোকে পরিচালিত করতে পারে। পাশাপাশি গণইফতার আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে চেয়েছি।
প্রতিদিনের ইফতার আয়োজনে খেজুর, ফল, শরবত, ছোলা, মুড়ি, বেগুনি, পিয়াজু, মিষ্টান্নসহ  বিরিয়ানির ব্যবস্থা করা হয়। গণইফতার কর্মসূচি শেষ হলেও আর্থিক সমস্যায় থাকা শিক্ষার্থীরা যোগাযোগ করলে তাদের জন্য ইফতারের ব্যবস্থা থাকবে বলে  জানান চবি শিবির।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত