ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনার (২৭) দুদিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। বৃহস্পতিবার গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড শেখ নাজমুন নাহার এ রিমান্ড মন্জুর করেন। শুক্রবার (১৬ এপ্রিল) রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার কাশিমপুর কারাগার থেকে থানায় আনার কথা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের সহকারী কমিশনার শুভাশীষ ধর জানান, শিশু বক্তা রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার (১৩ এপ্রিল) সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে গাছা থানা পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানি করেন আদালত। শুনানীশেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড শেখ নাজমুন নাহার দুদিনের রিমান্ড মন্জুর করেন।