হাটহাজারীতে ১টাকায় বস্ত্রের গাড়ি উপহার


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২১

হাটহাজারীতে ১টাকায় বস্ত্রের গাড়ি উপহার

চট্টগ্রামস্থ হাটহাজারীর সমাজসেবা মূলক সংগঠন ১টাকায় বস্ত্র সংগঠন এক অসহায় পরিবারকে ভ্যান গাড়ি উপহার দিয়েছে।

আজ (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেওয়ান নগর এলাকার কৃষি ইন্সটিটিউট সংলগ্ন সূর্যমূখী সড়কে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ উপহার প্রদান করা হয়।

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি তরুণ ব্যবসায়ী ও সমাজ সংগঠক মুহাম্মদ খোরশেদ আলম এবং সংগঠন’র  কার্যকরী সদস্য ও সেচ্ছাসেবীদের অনেকে উপস্থিত ছিলেন।

হাটহাজারীতে ১টাকায় বস্ত্রের গাড়ি উপহার

এই গাড়িটি উক্ত অসহায় পরিবারের জন্য বড় সহায় এবং ইনকামের সোর্স হবে বলে মনে করেন -সংগঠন’র সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম ।

তিনি বলেন, জাকাত ফান্ডের টাকা থেকে এটি প্রদান করা হয়েছে।উপযুক্ত হকদারের নিকট গাড়িটি তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

এর মাধ্যমে আমরা একটি নিঃস্ব পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করছি মাত্র। এই মহৎ কাজ করতে পেরে আমরা আল্লাহর নিকট শোকরিয়া আদায় করছি।এবং যারা ১ টাকায় বস্ত্র সংগঠনের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসতেছে তাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত