স্মৃতিময় ২৭ এপ্রিল > জন আকাঙ্ক্ষা থেকে এবি পার্টি


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২১

আমার জীবনের অনেকগুলো স্মরণীয় দিনের মধ্যে
২৭ এপ্রিল একটি। দুই বছর আগে ২০১৯ সালের এই দিনে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক উদ্যোগের ঘোষনা দিয়েছিলাম আমরা কয়েকজন মিলে।
একটা ঘোর, একটা চ্যালেঞ্জ, একটা অনিশ্চয়তা… তবুও অদ্ভুত এক অবিচলতা ভর করেছিলো আমার উপর। জীবনে এরকম টান টান উত্তেজনায় আমি বহু কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আশ পাশের পরিচিত জনদের কাছ থেকে বিশেষ সময়ে অপরিচিতের মত আচরণে আমি অভ্যস্থ। তাই আমি পেরেছি, আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো সেও পারতো।
সেই সময়গুলোতে রাত জেগে ফেসবুকে নিজের ওয়ালে চেনা-অচেনা আপনজনদের মন্তব্য গুলো পড়তাম, খুব মন খারাপ হত। শ্রদ্ধেয় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আমাকে নিষেধ করতেন সেসব পড়তে। নিকটতম বন্ধুদের কেউ কেউ বলতেন সেসব ডিলিট করতে। অদ্ভুত ব্যপার হলো একটা সময় এসব নেতিবাচক মন্তব্য খুব সহনীয় হয়ে গেল। এখন সেসব চেনা-অচেনা ভাই, বোনদের ভাল লাগে। তাদের কটু বিদ্বেষপূর্ণ কথায় ভালবাসার অনুভব খুঁজে পাই। আমার অভিজ্ঞতালব্ধ উপলব্ধি হলো- কাউকে ঘৃণা করতেও মনের মধ্যে একরকম ভালোবাসা পুষতে হয়। কাউকে বদদোয়া দিতেও তার নাম স্মরণে আনতে হয়।
২৭ এপ্রিল ২০১৯ এ ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে আমরা ক’জন হাঁটা শুরু করেছিলাম। চলতে চলতে এখন সেই ক’জন হাজার হাজার জনে রূপ নিয়েছে। মনিপুরী পাড়ায় ডা. মিনার ভাইয়ের চেম্বারের একটা অংশ ছিল আমাদের আশ্রয়স্থল। এখন ঢাকা সহ বেশ অনেকগুলো শহরে আমাদের স্বস্তিদায়ক সভা করার জায়গা আছে। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী, শিক্ষক, ব্যাংকার সহ নানা পেশাজীবীরা এবি পার্টিকে বুকে ধারণ করে। দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীরা নিজেদের পরিচয় দেন এবি পার্টির শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা হিসেবে। বিভিন্ন পেশা ও চিন্তার নারীরা এবি পার্টির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ছাত্র, শ্রমিক ও যুবকদের পদভারে এবি পার্টির অনুষ্ঠানগুলো প্রাণবন্ত হয়ে উঠে প্রায়ই…..।
আমি ক্ষুদ্র একজন নগন্য মানুষ। ছাত্র অঙ্গনের একটা দলকে নেতৃত্ব দেয়ার সৌভাগ্য হয়েছিল দেড়যুগ আগে । মাঝখানে বিস্মৃত ছিলাম রাজনীতি থেকে। কাজ করেছি মিডিয়ায় তাও পেছন থেকে অন্তরালের মানুষ হিসেবে। কী আমার যোগ্যতা বা পরিচয়! সত্যিকার অর্থে আমার কিছুই ছিলনা কেবল মনোবল ও চিন্তার শক্তি ছাড়া।
আমাকে অনেকে বলতেন আমি নাকি দল ভাঙ্গার উদ্যোগ নিয়েছি! তারা একবারও ভাবেননি, আমি কে দল ভাঙ্গার? দলের বখে যাওয়া নগন্য একজন সাধারণ কর্মী, সে ভাঙ্গবে দল? বাংলাদেশে বড় বড় মহারথিরা যা পারেন নি, আমি করতে যাব সে কাজ!
তাছাড়া হাতি ঘোড়া গেল তল….. এই বাস্তব শ্লোক আমি জানি।
তাহলে আমি কী করেছি?
আমি শুধু আমার বিশ্বাস ও চিন্তার প্রকাশ ঘটিয়েছি। যা আমার জীবনে নতুন নয়। আর সেই শক্তির বলেই আমার মত ক্ষুদ্র পিপিলিকার আহ্বান ও উদ্যোগে একটি রাজনৈতিক দল হাঁটি হাঁটি পা পা করে আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে।
অনেক স্মৃতি মনে পড়ছে আজ। ২৭ এপ্রিল’১৯ এ পুরানা পল্টনস্থ হোটেল-৭১ এর বল রুমে সংবাদ সম্মেলন শুরুর প্রাক্কালে হঠাৎ করে কয়েকশ পুলিশ এসে হোটেল ৭১ ঘেরাও করে ফেলে। পুলিশের কয়েকজন উর্ধতন কর্মকর্তা সম্মেলন স্থল থেকে আমাকে, প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ভাই ও ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভুঁইয়া কে কৌশলে হোটেলের অন্য ফ্লোরে নিয়ে আটকে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশের অনুমতি ছাড়া কেন সংবাদ সম্মেলন ডাকলাম সেজন্য তারা উত্তেজিত ভঙ্গিতে কৈফিয়ত চান। সংবাদ সম্মেলন বাতিল করার জন্য চাপ দিতে থাকেন। পরিস্থিতি বুঝতে পেরে আমি ফেসবুকে স্ট্যাটাস লিখি যে পুশিল আমাদের আটকে রেখেছে এবং সংবাদ সম্মেলন করতে দিচ্ছেনা। পুলিশ আমার হাত থেকে মোবাইল সেট কেড়ে নিতে চায়।
পুলিশের সাথে আমাদের বাক বিতন্ডার এক পর্যায়ে সাংবাদিকগণ খবর পেয়ে সেই ফ্লোরে উঠে আসলে পুলিশ কর্মকর্তাবৃন্দ হতচকিত হয়ে পড়েন। সে অবস্থায় পুলিশী বাঁধা উপেক্ষা করে আমরা সাংবাদিকদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন স্থলে নেমে আসি এবং কিছুটা বিলম্বে সংবাদ সম্মেলন শুরু করি।
যাই হোক, বহু তিক্ত অভিজ্ঞতা ও বন্ধুর পথ পাড়ি দিয়ে চলছে আমাদের সম্মুখ যাত্রা। ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ থেকে এবি পার্টিতে রূপান্তরিত হতে আমাদের খুব কষ্ট লেগেছিল। নামটার সাথে মায়া জন্মেছিল ব্যাপক। আমাদের অনেকেই চেয়েছিল সেই নামটা রেখে দিতে।
আজ সেই স্মৃতিময় ২৭ এপ্রিল ও ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ হৃদয়কে খুব নাড়া দিচ্ছে। আবেগ প্রবণ হয়ে পড়ছি সেসব ভেবে।
আজকের এই দিনে আমরা সবার কাছে দোয়া চাই।
আমাদের ভুল ত্রুটি গুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সর্বশক্তির আঁধার মহান আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

বজায় থাকুক সাম্প্রদায়িক সম্প্রীতি

  • ১৪ অক্টোবর, ২০২১
  • বাংলা চ্যানেল

ছিনতাই সমাচার

  • ১২ অক্টোবর, ২০২১
  • বাংলা চ্যানেল

আলেমদের জানাজা যেন তাদের সফলতার সাক্ষ্য

  • ১১ সেপ্টেম্বর, ২০২১
  • বাংলা চ্যানেল

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত