৫ অক্টোবর পুলিশ ১৫ শিশুসহ ৪৫ জন রোহিঙ্গাকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্বর্ণদ্বীপ থেকে আটক করেছে।
তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানাতে পারেনি জেলা পুলিশ প্রশাসন।
স্বর্ণদ্বীপে তাদেরকে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে অবহিত করে। নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানাযায, দুইদিন আগে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে সমুদ্রপথে পালানোর জন্য একটি নৌকা ভাড়া নেন রোহিঙ্গারা। পরে নৌকার মাঝি কৌশলে রোহিঙ্গাদের স্বর্ণদ্বীপে নামিয়ে দিয়ে চলে যান।
পুলিশ জানায়, উদ্ধারকৃত রোগিঙ্গাদের মধ্যে ১৫টি শিশু আর বাকিদের সবাই নারী ও পুরুষ।স্বর্ণদ্বীপ সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ন্ত্রিত তাই আটককৃতদের ফিরিয়ে আনতে কিছু আইনি প্রক্রিয়া শেষ করতে হচ্ছে। তাদেরকে আবারও ভাসানচরে ফিরিয়ে নেওয়ার কাজ চলছে।