বিশিষ্ট আলেম ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখা।
১৯ মার্চ (বুধবার) বিকালে উপজেলার আমিরাবাদ রাজমহল কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এড. আনোয়ারুল আলম চৌধুরী।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা অর্থ সম্পাদক অধ্যক্ষ আ.ন.ম নোমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুস সালাম, বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মাওলানা মাহমুদুল হক ওসমানী, আমিরাবাদ সুফিয়া আলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, আধুনগর ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মূসা মোহাম্মদ খালেদ জমির, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসাইন, উপাধ্যক্ষ শাইখুল হাদিস হাফেজ মাওলানা শাহ আলম।
মাহফিলে উপস্থিত ছিলেন বটতলী শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জালাল আহমেদ, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,সহকারী প্রধান , আলেম উলামা,ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক,ব্যাংকারসহ নানা পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা অহিদ আহামদ।