যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচী পেছালো বি এন পি


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২

যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচী পেছালো বি এন পি

আওয়ামী লীগের অনুরোধে সরকার পতনের যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলের তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় দলটির আহ্বানে সাড়া দিয়ে গণমিছিলের তারিখ পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে দশটায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য সেলিমা রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আজকেই পরবর্তী তারিখ নির্ধারণ হওয়ার কথা।
কর্মসূচির তারিখ পেছানোর কারণ সম্পর্কে তিনি বলেন, ওইদিন আওয়ামী লীগের কাউন্সিল (জাতীয় সম্মেলন)। সে কারণেই বিএনপির গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে অনাকাঙ্ক্ষিত সংঘাত ও শঙ্কা এড়াতে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত