কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত ,রোহিঙ্গাদের শীর্ষনেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে আরও তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী ।
তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উক্ত তিন আসামিরা হলেন— লম্বাশিয়া ৮ ডব্লিউ ক্যাম্পের এইচ ৫৪ নম্বর ব্লকের মোহাম্মদ সালাম (৩২) ৫ নম্বর ক্যাম্পের মো. ইলিয়াছ (২৮)ও উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প ১৫ ব্লকের জিয়াউর রহমান (২৫)।
উল্লেখ্য, এর আগে একই মামলায়মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহ নামের দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেনআদালত।