ছবি- সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন পায়ের ইনজুরির চিকিৎসা করাতে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
শনিবার তার পায়ের সফল অস্ত্রোপাচার হয়েছে। জীবন নিজেই এ তথ্য জানিয়েছেন । এই স্ট্রাইকার গত নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন।
উল্লেখ্য জীবন ৪ ডিসেম্বরে দোহায় কাতারের বিপক্ষে আগামী বিশ্বকাপ বাচাইয়ের ম্যাচ খেলতে গেলেও মাঠে নামা হয়নি তার। কাতার ফিরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন ঠিকই। কিন্তু পায়ের ইন্জুরি বেড়ে যাওয়ায় ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কলকাতা যান জাতীয় দলের এই স্ট্রাইকার।