ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ২১ মার্চ ( জুমাবার) পেকুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত মিছিলটি চৌমুহনী জমিদার বাড়ি জামে মসজিদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী ক্রেমলিন প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম,সাংবাদিক এফ এম সুমন,বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ পেকুয়া উপজেলা সভাপতি শাহাদাত মোস্তফা, প্রাক্তন সভাপতি মুহাম্মদ ইসমাইল মুনিরী, মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের পেকুয়া উপজেলা দপ্তর সম্পাদক এস এম রেজাউল করিম,আব্দুল্লাহ আল নোমান, শাহাদাত হোসাইন ও তাওসীপ বিন নূরী প্রমূখ।