“পেকুয়া অনলাইন নিউজ নামক” একটি আইডিতে জামায়াতকে জড়িয়ে মিথ্যাপ্রচারে, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার আমীর ও সেক্রেটারি যৌথভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন,সম্প্রতি ”পেকুয়া অনলাইন নিউজ” নামক আইডি থেকে ‘পেকুয়া বাজার হকার মার্কেটের প্রতিটি দোকান থেকে সাপ্তাহিক ৬শ’ টাকা চাঁদা আদায় করছে জামায়াতের লোকেরা’ মর্মে প্রচারিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়। যা মূলত সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এমন কোন অপরাধের সাথে আমাদের কোন জনশক্তি জড়িত নয়। আমরা এই ভূয়া সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা ৫ আগষ্ট পট পরিবর্তনের পর উপজেলা হল রুমে প্রথম আইন শৃঙ্খলা কমিটির সভায় দাঁড়িয়ে ঘোষণা করেছি, আমাদের কোন লোক চাঁদাবাজি, দখলবাজি,কিংবা অন্য কোন অপরাধে জড়িত হলে আমরা নিজেরাই তাকে ধরে প্রশাসনের হাতে
তুলে দেব। আমাদের সেই ঘোষণা এখনো অপরিবর্তিত। তাই আমাদের কোন জনশক্তি এ রকম অপরাধের সাথে জড়িত আছে প্রচার করলে, তার যথাযথ প্রমাণ দিতে হবে। অন্যথায় আমরা আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবো। তাই, উল্লেখিত আইডি থেকে জামায়াতের নামে অপপ্রচারকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।
প্রতিবাদে
মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, আমীর ও ডা.নুরুল কবির সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা।