বিসিবির প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২৪-২৫এ ককসবাজার জেলা চেম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে পেকুয়ার সরকারি মডেল জি এম সি ইন্সটিটিউশন।
কক্সবাজর আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবার অংশগ্রহণ করেই ৫ ফেব্রুয়ারি স্কুল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পেকুয়ার সরকারি মডেল জি এম সি ইন্সটিটিউশন ৭ উইকেটে ককসবাজার ইন্টারন্যাশনাল স্কুলকে হারিয়ে বাজিমাত করে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ককসবাজার ইন্টারন্যাশনাল স্কুল।
জি এম সি স্কুলের বোলার সাকিব এবং হানিফের বোলিং নৈপুণ্যে মাত্র ৯১ রানে অলআউট হয় ককসবাজার ইন্টারন্যাশনাল স্কুল।
৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়াহিদ এবং বিজয়ের বিধ্বংসী ব্যাটিং ইনিংসে ৭ উইকেটে জয় নিশ্চিত করেন পেকুয়া সরকারি মডেল জি এম সি ইন্সটিটিউশন।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক সালাহউদ্দিন। উপস্থিত ছিলেন এডিসি নিজাম উদ্দীন, প্রাইম ব্যাংকের ম্যানেজার, জেলা ক্রীড়া অফিসার সহ বিসিবির উর্ধতন কতৃপক্ষ।
বিজয়ী দলের অধিনায়ক সাকিব ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি তুলেদেন।