তরুণরা দেশের প্রাণশক্তি। দেশের যেকোন কঠিন মুহুর্তে তরুণরাই এগিয়ে এসে দেশকে রক্ষা করে। তাই মাদক, ইভটিজিং, অপরাজনীতি ও ডিভাইজ আসক্তিসহ তারুণ্য বিধ্বংসী নানা চক্রান্ত থেকে দেশের ৫ কোটি তরুণকে বাঁচিয়ে রাখতে হবে। ১১ফেব্রুয়ারি (সোমবার) চকরিয়াস্থ বিএম চর কর্তৃক আয়োজিত মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ‘২৫ ‘র সমাপনী সেমিফাইনাল খেলায় ইয়ুথ এ্যাকশন বাংলাদেশের চেয়ারম্যান সাংবাদিক মুসলিম আজাদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন সুস্থতার জন্য সুস্থ সংস্কৃতি চর্চা ও খেলাধুলার প্রয়োজন আছে। খেলার সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন ও দৃষ্টি নন্দন খেলা উপহার দেয়া দরকার খেলোয়াড়দের। আমাদের মনে রাখা প্রয়োজন, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে একটি মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তাই আমাদের এই সুস্থ জীবন ও সকল কর্মকান্ডকে সেই উদ্দেশ্যের দিকে পরিচালনা করতে হবে।
পুচ্ছালিয়া পাড়া ‘অন্তরঙ্গ ফুটবল একাদশ’ পরিচালিত এই খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মাস্টার আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ওমর আজম ও চকরিয়া ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষক মাসুমুল হাকিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বি এম চর ইউনিয়ন শাখার সভাপতি শ্রমিক নেতা আনিসুর রহমান,ইউনিয়ন সেক্রেটারি শ্রমিক নেতা ডাঃ ইব্রাহীম,শাখা সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা নুরুল মোস্তফা ও শ্রমিক নেতা মুহাম্মদ ইব্রাহিম প্রমূখ।
দর্শকদের মুহুর্মুহু করতালি ও টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় ‘উদ্দীপ্ত তরুণ ফুটবল একাদশ’ বহদ্দারকাটাকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল ম্যাচ নিশ্চিত করে ‘তাসনিম নাহার ফুটবল একাডেমি’ জঙ্গলকাটা। ম্যাচের বিরতিতে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন আয়োজক কমিটি।