কোভিড ১৯ বিশ্বময় ছড়িয়ে পড়ার পর সবাইকে মাস্ক পড়ার নির্দেশনা দেন গবেষকরা । কারণ, তাদের মতে এটি সংক্রমণ ঠেকাতে একটি কার্যকর সুরক্ষা ব্যবস্থা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারেলাইন হেলথ কেয়ারের একদল গবেষকদের গবেষণায় উঠে এসেছে, জোড়া মাস্ক পড়লে ব্যবহারকারী পাবে দ্বিগুণ সুরক্ষা ।গবেষণায় বলা হয় একটির বদলে দুটি মাস্ক ব্যবহার করলে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী ক্ষুদ্রকণার ফুসফুসে প্রবেশের শঙ্কা দিগুণ হ্রাস পায়। জোড়া মাস্ক পড়ার কারণে নাক ও মুখ দিয়ে ক্ষুদ্রকণা ঢুকে সংক্রমণ ঘটাতে পারেনা।
দর্বলভাবে মাস্ক পরার কারণে কোন ফাঁক থাকার বিষয়টি পূরণ করার মাধ্যমেই জোড়া মাস্ক সংক্রমণ ঠেকাতে অধিক সুরক্ষার ভুমিকা রাখে। আমেরিকান মেডিকেল এসোসিয়েশনের জে এ এম এ ইন্টার্নাল মেডিসিন জার্নাল প্রকাশিত গবেষণা ও নিবন্ধনে এ তথ্য জানানো হয়।
একটি স্টেইনলেস স্টিলের তৈরী দশ ফুট বাই দশ ফুটের এক্সপোজার চেম্বার তৈরী করে সেখানে অ্যারোসেলের মাধ্যমে ক্ষুদ্রকণা দিয়ে বেশ কিছু মাস্কের মাধ্যমে গবেষণায় দেখা হয়েছে যে, এসব মাস্ক প্রকৃতপক্ষে ক্ষুদ্রকণা নাকে বা মুখে ঢুকা ঠেকাতে কতটা কার্যকর।
এতে দেখা গেছে সাধারণত ব্যক্তি ভেদে মাস্কের কার্যকরিতা ৪০ থেকে ৬০ শতাংশ । কিন্তু যখন একটি সার্জিক্যাল মাস্কের উপর আরেকটি কাপড়ের মাস্ক পরা হয় , তখন তার কার্যকারিতা ২০ শতাংশ বেড়ে যায়। তাছাড়া মাস্ক ভালো ভাবে পরলে আরো বেড়ে যায় তার কার্যকারিতা।