চারুকলাকে চবির মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫

  • চট্টগ্রাম শহর থেকে চবির চারুকলা ইনস্টিটিউটকে  বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে  শিক্ষার্থীরা।

২১ এপ্রিল (সোমবার) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে চারুকলা ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, প্রশাসন ১ এপ্রিলের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনবে বলে কথা দিলেও  আমরা এখনোএর কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছিনা। প্রশাসনের বেধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের বর্তমান প্রশাসন চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে অনেক আন্তরিক। কিন্তু আমাদের ইনস্টিটিউটের কিছু শিক্ষক এবং সিন্ডিকেটের কিছু আওয়ামীপন্থী শিক্ষকদের জন্য বিষয়টি ঝুলে আছে। আমাদের দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

এর আগে গত ডিসেম্বর মাসে শিক্ষার্থীরা আন্দোলন করলে চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে নীতিগতভাবে চবি প্রশাসন একমত হয় বলে জানা যায়।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত