খেলাধুলা ও শিল্প- সংস্কৃতির সাথে সম্পৃক্ত তরুণরা জাতির অমূল্য সম্পদ।  — চবি উপাচার্য


hudhudbd.com
চবি সংবাদদাতা
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৫

খেলাধুলা ও শিল্প- সংস্কৃতির সাথে সম্পৃক্ত তরুণরা জাতির অমূল্য সম্পদ।  >> চবি উপাচার্য

খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির সাথে সম্পৃক্ত প্রাণোচ্ছল তরুণরা দেশ ও জাতির অমূল্য সম্পদ।
৫ ফেব্রুয়ারি,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দু’দিন ব্যাপি  চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্টানে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য বলেন, মানুষের কর্মশক্তির প্রধান উৎস হচ্ছে সুস্থ দেহ ও সুন্দর মন। সবল স্বাস্থ্য জোগায় কর্মশক্তি এবং সুস্থ মন জোগায় কর্ম প্রেরণা ও উদ্দীপনা। শুধুমাত্র একাডেমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মনোদৈহিক পরিপূর্ণ বিকাশ ঘটানো নাও হতে পারে। পরিপূরক হিসেবে পরিপূর্ণ বিকাশের জন্য একাডেমিক লেখাপড়ার পাশাপাশি খেলধুলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই আমাদের বড় শক্তি। তারাই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্ছনায় মাননীয় উপাচার্য জাতীয় পতাকা, মাননীয় উপ-উপাচার্যদ্বয় বিশ্ববিদ্যালয় পতাকা, বিভিন্ন হলের প্রভোস্ট নিজ নিজ হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্ট অধিনায়কের দায়িত্ব পালন করেন কৃতী ক্রীড়াবিদ মো. আলী রিমন এবং পতাকা বহন করেন মনোয়ারুল ইসলাম। প্রতিযোগিতায় মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন দুই কৃতী ক্রীড়াবিদ নুসরাত জাহান তৃণা ও মোহাম্মদ সজীব। মাননীয় উপাচার্য বিচারকবৃন্দের পক্ষে প্রধান বিচারক চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিনকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতী ক্রীড়াবিদ তামান্না মাহবুবকে শপথ বাক্য পাঠ করান। ব্যান্ডের তালে তালে অনুষ্ঠিত ক্রীড়াবিদদের বর্ণাঢ্য কুচকাওয়াজ মাননীয় উপাচার্য ও অতিথিবৃন্দ উপভোগ করেন এবং তাদের অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য, অনুষদসমূহের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নিদের্শনা কেন্দ্র পরিচালক, হলের আবাসিক শিক্ষক, অফিস প্রধান, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় হলসমূহ হতে ৩৫টি ইভেন্টে ২৭৪ জন ক্রীড়াবিদ অংশগ্রহণের সুযোগ পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, পবিত্র গীতা থেকে পাঠ করেন রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন ইতিহাস বিভাগের প্রফেসর ড. আনন্দ বিকাশ চাকমা এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ফার্মেসী বিভাগের শিক্ষার্থী প্রিয়াংকা পিংকি দারিং।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত