কক্সবাজার সমুদ্র সৈকতে তৌনিক মকবুল (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । সে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় বর্ষের ছাত্র এবং ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে ।
আজ বুধবার দুপুর ১টার দিকে সী-গাল পয়েন্টে সৈকতে গোসল করতে নামলে এ দূর্ঘটনা ঘটে। জানাযায় ঢাকা থেকে ঘুরতে আসা ৩ বন্ধু আজ দুপুরে এক সাথে সী-গাল পয়েন্টে গোসল করতে নামে। পানির ঢেউয়ে ৩ জনই ভেসে যায় । দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তৌনিককে জীবিত পাওয়া যায়নি। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চত হওয়া যায় ।