কক্সবাজার জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত


hudhudbd.com
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক বিশেষ সদস্য সম্মেলন ২০ অক্টোবর কক্সবাজার  শহরস্থ লিংক রোডের ওয়েডিং পার্কে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতিো ও  উখিয়া টেকনাফ সংসদীয় আসনের জামায়েত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মওলানা নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। জেলা এ্যাসিস্টেন্ট সেক্রেটারি শামশুল আলম বাহাদুর ও মাওলানা দেলোয়ার হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবউল্লাহ, নায়েবে আমীর এড. ফরিদ উদ্দিন ফারুকী,জেলা সেক্রেটারি জাহেদুলইসলাম, এ্যাসিসটেন্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, ও ভিপি শহিদুল আলম বাহাদুর। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে  দারস পেশ করেন, জেলা ওলামা বিভাগের পরিচালক মাওলানা শফিউল হক জিহাদী। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া পেকুয়া সংসদীয় আসনের জমায়েত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, জেলা ও উপজেলা জমায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত