বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল শাখার উদ্যোগে পরিবহন শ্রমিকদের সম্মানে ইফতার ও আলোচনা সভা ২৪ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মুহাম্মদ সৈয়দ নুরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নজির আহমদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি শামসুল আলম বাহাদুর।
বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন, পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মুহাম্মদ শাহজাহান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর। বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, ঝিলংজা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার আবদুর রহিম, কর্ম পরিষদ সদস্য নুরুল হক নুর,৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর সানা উল্লাহ, শ্রমিক নেতা মুহাম্মদ শাহ আলম, আবুল হোসেন, ড্রাইভার হাবিব, ড্রাইভার মোরশেদ, মুহাম্মদ আমীন ও আতিকুল ইসলাম প্রমূখ