হত্যার উদ্দেশে এনসিপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করা হয়েছে। বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার রাতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠে গোপালগঞ্জ। পুলিশ, ইউএনওর গাড়ি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ও নেতাদের গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এর পর সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এরপর জারি করা হয়েছে কারফিউ। রাত ৮টা থেকে কার্যকর হয়েছে এই কারফিউ। বর্তমানে সেখানে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি।