আলিয়ার ছোলা একতা সংঘের তাফসীর মাহফিল ৯ ফেব্রুয়ারি


hudhudbd.com
hudhudbd1
প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৩

চটগ্রামস্থ ভূজপুর থানার নারায়ণহাট পশ্চিম চান্দপুর আলিয়ার ছোলা একতা সংঘের ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ৯ফেব্রুয়ারী ‘২৩ বাদ জুহুর থেকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।
আলিয়ার ছোলা আল ইসলামিয়া আদর্শ মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন আলোড়ন সৃষ্টিকারী ওয়ায়েজ হযরত মওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী (ঢাকা)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মওলানা মুফতি মাসুম বিল্লাহ ইবনে নাইম।(গোপালগঞ্জ)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- এইচ এ গ্রুপ অব কোম্পানির সম্মানিত চেয়ারম্যান হাফিজ আহাম্মদ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ৩নং নারায়ণ হাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ খোরশেদুল আলম (মামুন)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন – ইউপি সমস্য জহির উদ্দিন আজম।
মাহফিলে বিশেষ বক্তা হিসেবে যথাক্রমে ওয়ায়েজ করবেন – আলিয়ার ছোলা আল ইসলামিয়া আদর্শ মাদরাসার সুপার ও হরিণ মারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মওলানা আবুল খায়ের (রাসু) ও আলিয়ার ছোলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মওলানা শেখ আহাম্মদ। মাহফিলে সভাপতিত্ব করবেন আলিয়ার ছোলা আদর্শ মাদরাসার প্রাক্তন সেক্রেটারি মোহাম্মদ মুমিনুল হক।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত