চট্টগ্রামের নগরীতে অভুক্ত কুকুরদের খাবারের ব্যবস্থা করছে সোশ্যাল এন্ড এ্নিম্যাল এক্টিভিস্ট ফাউন্ডেশন – (সাফ) গত ৫ এপ্রিল থেকে প্রতিদিন কুকুরসহ অভুক্ত অন্যান্য প্রাণীদের মাঝে খাবার সরবরাহ করে যাচ্ছে ফাউন্ডেশনের একটি টীম । ৩ শ’র বেশী প্রাণীকে এ পর্যন্ত খাবার দেয়া হয়েছে বলে জানান ফাউন্ডেশনের সভাপতি ইয়ানা হক । তিনি বলেন, লকাডাউনের কারণে নগরীর অভুক্ত প্রাণীদেরকে গত বছরের ন্যায় এ বছরও এ কর্মসূচি হাতে নিয়েছি; লকডাউন যতদিন থাকবে আমাদের কার্যক্রমও ততদিন থাকবে।

কর্মসূচিতে অন্যান্য়দের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি উষা আচার্য, সাধারণ সম্পাদক তৃষা ভট্টচার্য, আহবায়ক এ কে এম জুবায়েদ আব্দুল্লাহ, টিনা বড়ুয়া, শুভ দে, সাকিব আল হাসান, হৃদয় দাশ, সৌরভ, ও মুন সিংঘা প্রমূখ ।