বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ককসবাজারস্থ মাতামুহুরী সাংগঠনিক থানা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের এক প্রশিক্ষণ কর্মশালা আজ সকাল ৯টায় শাখা সভাপতি আব্দুসসালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বদরখালী জোনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ককসবাজার জেলা শাখার অফিস সেক্রেটারি সাংবাদিক সাইফুল্লাহ মুসলিম। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাতামুহুরী সাংগঠনিক থানা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা জি এম ফরিদুল আলম। কর্মশালায় মহাগ্রন্থ আল কোরআন থেকে দারস পেশ করেন শাখা সভাপতি আব্দুসসালাম। শাখা সেক্রেটারি মাওলানা ওমর আজমের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন শাখা অর্থ সম্পাদক শহিদুল্লাহ, শাহারবিল সভাপতি আব্দুল মান্নান,বদরখালী সেক্রেটারী মুহাম্মদ ইব্রাহিম, কোনাখালী সভাপতি আব্দুলবারী, পূর্ব বড় ভেওলা সভাপতি মুহাম্মদ সাদেক, বি এম চর সভাপতি মুহাম্মদ আনিস, ঢেমুশিয়া সেক্রেটারী মুহাম্মদ সাইফুল,বি এম চর সেক্রটারী ডাঃইব্রাহীম,সহ- সেক্রেটারী মুহাম্মদ মামুন,পূর্ব বড় ভেওলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ ইউনুস,ও ঢেমুশিয়া শাখার অর্থ সম্পাদক আবু ওমর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেজাম উদ্দীন,মুহাম্মদ তারেক, নুরুল আলম,আব্দুর রহিম,হোজাইফা,মুকিম, মুনির, রাসেল,সালাহ উদ্দীন,সাইয়েদও মুহাম্মদ হাসান প্রমুখ।